রিপোর্ট – সালমান শুভ
কিশোরগঞ্জের হোসেনপুরে ৬ মাসের সাজা থেকে বাঁচতে ৮ বছর ধরে আত্মগোপনে থাকা কফিল উদ্দিন (৩২) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার শাদেহল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কফিল উদ্দিন উপজেলার শাহেদল গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘ ৮ বছর যাবত বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন।
হোসেনপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, কফিল উদ্দিনকে ২০১৪ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ (ছয়) মাসের সাজা দিয়েছিলেন ভ্রাম্যমাণ আদালত। তখন ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যান তিনি। দীর্ঘদিন নিজেকে বিভিন্ন জায়গায় আত্মগোপনে রাখেন কফিল উদ্দিন। অবশেষে বুধবার দুপুরে নিজ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
হোসেনপুর থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান টিটু বলেন, SA বাংলা নিউজ কে আমাদের বিশেষ অভিযানে মাদক মামলার পলাতক আসামি কফিল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।